বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
 
অর্থ-বাণিজ্য
ডিএসইর নতুন সিওও মোহাম্মদ আসাদুর রহমান





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 July, 2025
8:44 PM
 @palabadalnet

মোহাম্মদ আসাদুর রহমান, সিওও, ডিএসই। ছবি: ডিএসই

মোহাম্মদ আসাদুর রহমান, সিওও, ডিএসই। ছবি: ডিএসই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান। গতকাল সোমবার তিনি এ পদে যোগ দিয়েছেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যোগদানের আগপর্যন্ত আসাদুর রহমান সিওওর পাশাপাশি ভারপ্রাপ্ত এমডি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আসাদুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগ দেন। ২০১৩ সালে তিনি উপমহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৭ সাল থেকে ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আসাদুর রহমান বিভিন্ন সময় ডিএসইর পরিচালনা পর্ষদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগ, টিআরইসি অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে বিভিন্ন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে আসাদুর রহমান ফিলিপাইন, সিঙ্গাপুর, সাংহাই (চীন), ভারত, মালদ্বীপ, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সভায় অংশ নেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com