ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ছবি: সংগৃহীত
ঢাকা: শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
একই সঙ্গে তার স্ত্রী মরজিনা বেগম ও মুনমুন মাসুদ, ছেলে জুনুন সাফোয়ান, জুনায়েদ জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সোমবার সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।
ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনাদের ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যেদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যে কোনো (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরনী), সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ ও তার বেশি অংকের লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ে মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।
এতে আরও বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের নিজের নামে, তার পরিবারের সদস্যেদের নামে বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে হিসাব পরিচালিত না হয়ে থাকলে বা ইতোপূর্বে বন্ধ হয়ে থাকলেও তাও বিএফআইইউকে অবহিত করতে বলা হয়।
রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গত বছরের ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়েদ উল্লাহ আল মাসুদকেসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।