প্রথমবারের মতো দেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। আগামী ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমা ‘মিসিং’।
সাফটা চুক্তির আওতায় সিনেমাটি ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত এবং শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত 'ন ডরাই'। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স।
অন্যদিকে দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ মুক্তির পর নেপালে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন।
উল্লেখ্য, ২০২৩ সালে পাঁচ শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশে সিনেমা মুক্তির অনুমতি দেয় সরকার। সে বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’, এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ বেশ কটি সিনেমা। সবগুলোই ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা।