বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
 
বিনোদন
চলে গেলেন ‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 July, 2025
6:37 PM
 @palabadalnet

কণ্ঠশিল্পী জীনাত রেহানা। ফাইল ছবি

কণ্ঠশিল্পী জীনাত রেহানা। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত 'সাগরের তীর থেকে' গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীনাত। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিল্পীর মেয়ে রেহনুমা কামাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জীনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন।

১৯৬৮ সালে তার কণ্ঠে ‘সাগরের তীর থেকে’ গানটি বেতারে জনপ্রিয়তা পায়। গানটির গীতিকার ছিলেন জেবুন নেসা জামাল, গানটির সুরকার ছিলেন করীম সাহাবুদ্দীন।

১৯৬৫ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনেরও নিয়মিত শিল্পী ছিলেন তিনি। তবে পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় গান থেকে খানিকটা দূরে চলে যান।

তার গাওয়া দর্শকপ্রিয় গানের তালিকায় রয়েছে-একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি, আমি কাঁকন দিয়ে ডেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে, কপালে তো টিকলি পরব না, আমি যার কথা ভাবছি মনে আনমনে, আমায় যদি ডাকো কাছে, কণ্ঠবীণা, মনে রেখো স্মৃতি থেকে।

তিনি ছিলেন মরহুম টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com