ঢাকা: এ বছরের ঈদুল আজহার দিন 'উৎসব' সিনেমাটি মুক্তি পেয়েছে। তার পর থেকে টানা চার সপ্তাহ ধরে এটি প্রদর্শিত হচ্ছে। দর্শকদের ভালোবাসায় উৎসব নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গত বিশ দিনে মাল্টিপ্লেক্সে তিন কোটি টাকার টিকিট বিক্রি করেছে। এটিও একটি নতুন রেকর্ড। এছাড়া, দেশের বাইরেও টিকিট বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি।
তানিম নূর পরিচালিত উৎসব সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর পারিবারিক গল্পের একটি সিনেমা দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি ভালো অবস্থানে রয়েছে। যত দিন যাচ্ছে ততই এর দর্শক বাড়ছে।
উৎসব সিনেমার অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আছেন। তারা উৎসব সিনেমার রেকর্ড গড়ায় অনলাইনে এক প্রকার উৎসব করছেন।
এই সিনেমায় অন্যান্যদের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, “উৎসব সিনেমাটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করায় আমি সহ এই সিনেমার সবাই খুব খুশি। কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের। তাদের প্রতি ভালোবাসা। এভাবেই দর্শকরা পাশে থাকবেন, ভালোবাসবেন আমাদের চলচ্চিত্রকে।”
এ মুহূর্তে ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে উৎসবের শো চলছে। বিশেষ করে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক চাহিদা রয়েছে অনেক। চতুর্থ সপ্তাহে এসে ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর, বগুড়া, পাবনাসহ বেশ কয়েকটি জেলায় এই সিনেমাটি মুক্তি পেয়েছে।
নব্বই দশকের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি উৎসব সিনেমায় অভিনয় করেছেন। তিনি বলেন, “যত দিন যাচ্ছে উৎসব সিনেমার ততই সুখবর শুনতে পাচ্ছি। এমন খবর সত্যিই আনন্দ দেয়, মন ভালো করে দেয়। প্রচুর দর্শকরা সিনেমাটি দেখছেন, এজন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
উৎসব সিনেমায় সবার দৃষ্টি কেড়েছে সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতির অভিনয়। দুজনেই খুব প্রশংসা কুড়াচ্ছেন। সৌম্য জ্যোতি বলেন, “কী বলব? সত্যিই মুগ্ধ আমি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। দারুণ ফিলিংস কাজ করছে। হলে হলে গিয়ে যেরকম ভালোবাসা পাচ্ছি তা ভুলবার নয়।”
এই সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। তিনি বলেন, “উৎসব সিনেমাটি দেখলে অস্থির সময়ে সবার মন ভালো হয়ে যাবে। যারা সিনেমাটি দেখেছেন, হাসি মুখে হল থেকে বের হয়েছেন। বড় কথা হচ্ছে, উৎসব দর্শক টানতে পারছে।”
উল্লেখ্য, মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব রাজধানী ও ঢাকার বাইরে ১৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এখন দেখা যাক, ঈদের সিনেমার মধ্যে উৎসবকে ছাড়িয়ে অন্য কোনো সিনেমা নতুন রেকর্ড গড়তে পারে কি না!