মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
রাজধানী
ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলির ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী বাপ্পি’সহ গ্রেফতার ৩





নিজস্ব প্রতিবেদক
Monday, 30 June, 2025
12:06 AM
 @palabadalnet

‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পিকে যশোর থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: ডিবির সৌজন্যে

‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পিকে যশোর থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: ডিবির সৌজন্যে

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পিকে যশোর থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১টি গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক, তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে বাপ্পির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি পাওয়া যায়। বাপ্পির দেওয়া তথ্যে ঢাকার ডেমরা থানার বাদশা মিয়া রোডের একটি ফ্ল্যাট থেকে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৪৪টি গুলি উদ্ধার করা হয়।

এর আগে ১৮ জুন রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ আবদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৯ জুন মধ্যরাতে ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এরপর পলাতক অস্ত্রধারী মাদক চক্রের সদস্যদের শনাক্তে অভিযান শুরু করে ডিবি। তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে বাপ্পির নাম উঠে আসে।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com