মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
 
রাজনীতি
লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন: মির্জা ফখরুল





নিজস্ব প্রতিবেদক
Monday, 14 July, 2025
9:49 PM
Update: 14.07.2025
9:56:38 PM
 @palabadalnet

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমাদের লক্ষ্য এখন একটাই ২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যেটা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ অপপ্রচার’ এবং মিডফোর্ড ও সারাদেশে নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মিছিল করে দলটি। নয়াপল্টন-কাকরাইল-মৎসভবন হয়ে জাতীয় প্রেসক্লাবে যেয়ে শেষ হয় মিছিল। মিছিলে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মহানগর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

কারও নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব বলেন, আজ অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে তারা কথা বলছে, স্লোগান দিচ্ছে। তারা ভেবেছিল, কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি মনে হয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি সেই দল, যারা বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।

তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে এই মিছিল বের হয়। ছবি: সংগৃহীত

তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে এই মিছিল বের হয়। ছবি: সংগৃহীত

একটি পক্ষ বিএনপিকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ানোর চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে বিএনপি। আর যেন ফ্যাসিস্ট না আসতে পারে, সে প্রতিরোধ গড়বে তাদের দল।

 মির্জা ফখরুল বলেন, যখনই লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে করে তারেক নিশ্চিত করে ফেলেছেন এইবার নির্বাচন হবে। তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেল। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com