বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
 
রাজনীতি
আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ





কুষ্টিয়া প্রতিনিধি
Tuesday, 8 July, 2025
9:30 PM
 @palabadalnet

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরে পদযাত্রা করেন এনসিপি নেতারা। বৃষ্টিতে ভিজে পদযাত্রা এনএসরোড হয়ে পাঁচরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন তারা। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরে পদযাত্রা করেন এনসিপি নেতারা। বৃষ্টিতে ভিজে পদযাত্রা এনএসরোড হয়ে পাঁচরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন তারা। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা শহীদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা, আধিপত্য আগ্রাসনবিরোধী আশা–আকাঙ্ক্ষা, সেই আশা–আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব।”

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি।”

এর আগে বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে শহরের এনএস রোডে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা হাত নেড়ে সড়কের দুই পাশের মানুষকে শুভেচ্ছা জানান। পরে পদযাত্রাটি থানা মোড় হয়ে পাঁচরাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় নাহিদ বলেন, “আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি। সেই চেতনাকে ধারণ করি।” 

আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, “ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারত না। তখন ইসলাম ধর্ম ও বাংলাদেশের পক্ষে কথা বলামাত্রই তাকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো। শহীদ আবরার ফাহাদ সেই সময়ে মুখ খুলেছিলেন।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার ডান হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি দেখিয়ে বক্তব্যে বলেন, “প্রিয় কুষ্টিয়াবাসী, এই তো আমার হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি। এই বাংলাদেশের মাটি। এই বাংলাদেশকে আমাদের শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ আবরার ফাহাদের কবরের মাটির শপথ, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব, ইনশা আল্লাহ।”

বেলা সাড়ে তিনটায় পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা মেহেরপুরের উদ্দেশে রওনা দেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com