মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
 
জাতীয়
আঞ্চলিক নেতাদের আম পাঠিয়ে ‘কূটনৈতিক সৌজন্যতা’ বাংলাদেশের





নিজস্ব প্রতিবেদক
Monday, 14 July, 2025
9:04 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতাদের আম পাঠাচ্ছে বাংলাদেশ।

আঞ্চলিক সৌহার্দ্য ও কূটনীতির অংশ হিসেবে প্রতিবেশী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য উন্নত জাতের মৌসুমি আম উপহার হিসেবে পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার।

সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, নেপালের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের জন্য এসব আম পাঠানো হচ্ছে।

উপহার হিসেবে পাঠানো আমের চালানগুলো ফ্লাইট শিডিউলের ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্যও উপহার হিসেবে আম পাঠাচ্ছেন। 

পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও শুভেচ্ছাস্বরূপ আম পাঠানো হচ্ছে।

বাংলাদেশ বিভিন্ন ধরনের সুস্বাদু আম উৎপাদন হয়। গত কয়েকবছর ধরে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যসহহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

বিশ্লেষকরা এটাকে ‘ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি’ বা ‘আম কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন। দেশগুলোর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার একটি সৃজনশীল উপায় বলা হচ্ছে এটাকে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com