শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
 
রাজনীতি
সন্ত্রাসীদের গ্রেফতার না করলে আবার গোপালগঞ্জে মার্চ করব: নাহিদ ইসলাম





ফরিদপুর ব্যুরো
Thursday, 17 July, 2025
6:16 PM
 @palabadalnet

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির পথসভায় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির পথসভায় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন গতকাল এ দেশের জনগণ দেখেছে। আমরা গত ৫ আগস্ট মুজিববাদী সন্ত্রাসীদের পরাস্ত করেছি। এখনো সময় দিচ্ছি, এইসব সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। না হলে আমরা আবারও গোপালগঞ্জে মার্চ করব।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে চিরতরে মুক্ত করে তারপর ফিরব।”

তিনি বলেন, “যারা ভেবেছিলেন বাধা দিয়ে, সশস্ত্র হামলা করে আমাদের জুলাই পদযাত্রা থামিয়ে দেবেন, তারা হয়তো ভুলে গেছেন, তারা কাদের সামনে দাঁড়িয়েছেন। যারা মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে এসেছে, তাদের নেতৃত্বে এ জুলাই পদযাত্রা থামবে না। ৬৪ জেলায় এ পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের ওয়াদা।”

আগামী ৩ আগস্টের মধ্যে ৬৪ জেলায় পদযাত্রা শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে জড়ো হবেন বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, “গতকাল চারজন মানুষ বিচার-বহির্ভূতভাবে মারা গেছেন। গত ৫ আগস্টের পর বলেছিলাম- আমরা সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে। বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি- গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হলেও কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না।”

“প্রশাসনে বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, তাদের বলে দিতে চাই- বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি, বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাব না”, বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থান থেকে। আজ পর্যন্ত বলে আসছি, আমাদের পথ মধ্যপন্থা। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ-অহিংস। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসীরা যদি আমাদের দিকে তেড়ে আসে, আমরা কিন্তু গণপ্রতিরোধ গড়ে তুলতে পিছপা হই না। গণঅভ্যুত্থানেও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম।”

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটে খুলনা থেকে যশোর ও মাগুরা হয়ে ফরিদপুর সার্কিট হাউসে আসেন এনসিপির নেতাকর্মীরা। পরে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে সভাস্থলে পৌঁছান। পথসভা শেষে বিকেল ৩টা ২১ মিনিটে রাজবাড়ির উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন তারা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com