
ছবি: বাসস
চুয়াডাঙ্গা: জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে জেলাটিতে সর্বনিম্ন।
তীব্র শীতে জেলার সাধারণ মানুষ, রিকশাচালক, নিম্নআয়ের মানুষ ও পথচারীদের কষ্ট বেড়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বেড়েছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
আজ ভোররাত থেকে জেলাটি কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে, ২০০ মিটার দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না।
কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
পালাবদল/এসএ