
নিহত ফরিদ সরকার। ছবি: সংগৃহীত
গাজীপুর: শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ।
গতরাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ সরকার (৩৫) ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি জাসাসের গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন শাকিল হাসান মোড়ল জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনোয়ার হোসেন ও মো. মোতাহারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আগেও তাদের হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।
নিহতের বাবা জামাল উদ্দিনও জানান, প্রতিবেশী প্রতিপক্ষ তাদের অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। তারা সবসময় আতঙ্কের মধ্যে ছিলেন।
পরিবারিক সূত্রে জানা যায়, গতরাতে খাবার খাওয়ার পর স্থানীয় ইটভাটায় যান ফরিদ সরকার। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় এক ইউপি সদস্য ইটভাটার কাছে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “নিহতের হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।”
পালাবদল/এসএ