
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।
কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া তাপস হালদারের নির্বাচনী এজেন্ট হরিদাস মজুমদার নয়ন ডেইলি স্টারকে বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে আমরা ৫–৭ জন একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ইউএনও অফিসে যাই। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাপস হালদারকে গ্রেফতার করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, তাপস হালদার ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। তবে গত ১৭ বছর তিনি কোনো রাজনৈতিক পদে ছিলেন না।
তাপস হালদারের নামে আগে কোনো মামলা ছিল না দাবি করে নয়ন বলেন, “এলাকায় তাপস হালদারের জনপ্রিয়তা রয়েছে এবং নির্বাচন করতে পারলে সেটি প্রমাণিত হবে।”
কোটালিপাড়া থানার ওসি জানান, তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং কোটালিপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।
তিনি বলেন, পয়সারহাট–গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ওয়াবদার হাট এলাকায় গত ১৬ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাপস হালদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পালাবদল/এসএ