
ফাইল ছবি
ঢাকা: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত মামলায় আপাতত হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক নির্বাচন কমিশনের করা লিভ টু আপিল আবেদনের ওপর কোনো আদেশ দেননি।
একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আগামী বছরের ৪ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব জানিয়েছেন, আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্টের রায় তাই কার্যকর থাকবে।
আজকের শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন কমিশনের একটি গেজেট বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করেন।
ওই গেজেটের মাধ্যমে ফরিদপুর-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি ও হামির্দী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের নাগরকান্দা উপজেলার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল।
হাইকোর্ট একইসঙ্গে নির্বাচন কমিশনকে ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
নির্বাচন কমিশনের ওই গেজেট বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মোজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জাহিদুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা মো. শাহ আলম রেজা, আইনজীবী এম ফাহাদ খান, ব্যবসায়ী এম এম শহীদুল ইসলাম শাহিন এবং সদরপুর ও চরভদ্রাসন এলাকার কয়েকজন বিএনপি নেতা।
তারা গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী হুমায়ুন কবির পল্লবের মাধ্যমে রিট আবেদনটি দায়ের করেন।
পালাবদল/এসএ