বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
শিল্প-সাহিত্য
সৌরভ জাহাঙ্গীরের কবিতা





Monday, 19 August, 2024
5:04 PM
Update: 19.08.2024
5:06:39 PM
 @palabadalnet

মিছিলে ট্রিগার টিপে যারা

মিছিলে ট্রিগার টিপে যারা স্বাধীনতার শত্রু
মিছিলে ট্রিগার টিপে যারা জাতীয়তার শত্রু

মিছিলে ট্রিগার টিপে লালন করে স্বার্থের ভারার
ওরা অর্থগৃধ্নু 
লেলিহান কুকুরের মতো আগলায় পথ
ধ্বংস করে স্বদেশের শস্যের শ্যামল।
মিছিল বয়ে আনে আজীবন শান্তির কপোত
মিছিল বয়ে আনে বিজয়ের সবুজ পতাকা
মিছিল বয়ে আনে অন্যায়ের প্রতিবাদ।

ওরা ছোবল মারে মিছিলে, ওরা অক্টোপাস
ওরা রাক্ষুসে স্কুইড
ওরা পায়রার উড়াল পথে নৃশংস ঈগল
সবুজ শস্যের বুকে দুষিত পঙ্গপাল
ওদেরকে প্রতিহত করার সময় এখনই
বাধাহীন মিছিলের সম্মিলিত পা চলুক আলোর অভিসারে

মিছিলে ট্রিগার টিপে যারা স্বাধীনতার শত্রু
মিছিলে ট্রিগার টিপে যারা জাতীয়তার শত্রু।

২৫.০৭.২০২৪


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com