![]()
গ্রেফতার দুজন হলেন- ফটিকছড়ি উপজেলার মো. তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে মো. শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব (২৬) ও কুমিল্লার মুরাদনগর এলাকার মৃত মঈন উদ্দিন আহমদের ছেলে মো. সোলায়মান (৪১)। সোলায়মান গোল্ডেন ইন হোটেলের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার। চট্টগ্রামের সাউস্ট ইস্ট ব্যাংকের সিনিয়র অফিসার তাসলিমা বাদী হয়ে গতকাল কোতয়ালী থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার দুপুরে কোতয়ালী থানার উপপরিদর্শক মোমিনুল হক বলেন, ‘গত ১৭ নভেম্বর ঢাকার কমলাপুর এলাকা থেকে তাসলিমার স্বামী ইফতিয়াজ সাঈদ সর্দারকে আটক করে র্যাব। বর্তমানে তিনি কারাগারে আছেন। ইফতিয়াজ, সিহাব ও সোলায়মান উদ্দিন পূর্ব পরিচিত। ব্যবসায়িক কারণে ইফতিয়াজ তাদের এক লাখ টাকা দিয়েছিলেন। গ্রেফতার হওয়ায় পরে তিনি তাসলিমাকে ওই টাকা নিতে বলেন।’ ‘তাসলিমা সিহাবের সঙ্গে হোটেল গোল্ডেন ইন-এ দেখা করেন। সিহাব জানান, টাকা দেওয়া সম্ভব না। তিনি নিজেকে শিক্ষা উপমন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে বলেন, দুই লাখ টাকা দিলে তিনি ইফতিয়াজের মুক্তির ব্যবস্থা করে দেবেন। টাকা দেওয়ার পরও জামিন না হওয়ায় তাসলিমার সন্দেহ হয়। উপমন্ত্রীর এপিএস রাহুলকে জানালে প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে’- বলেন মোমিনুল হক। এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেফতারের পরে আসামিদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত তার সন্ধান করছে পুলিশ।’ পালাবদল/এমএ
|