ঢাকা: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রিমান্ড শেষে বুধবার মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে (সিএমএম কোর্ট) হাজির করা হলে এই নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর একই মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
উল্লেখ্য যে, ২০১৮ সালে ঢাকার সেগুনবাগিচা এলাকায় নির্বাচনি প্রচারণাকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত চৌঠা অগাস্ট শাহবাগ থানায় একটি মামলা, যাতে মি. মেননকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট ঢাকার গুলশান এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে নিউমার্কেট থানার একটি হত্যা মামলার পাশাপাশি মির্জা আব্বাসের ওপর হামলার মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়।