সুনামগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সুনামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বাদীর আইনজীবী মাশুক আলম জানান, আটকাদেশ চেয়ে পুলিশ এম এ মান্নানকে আদালতে হাজির করলে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক এ আদেশ দেন।
মাশুক আলম বলেন, “যেহেতু এটি নিয়মিত আদালতের কার্যক্রম ছিল না, তাই তিনি (এম এ মান্নান) কীভাবে পরিকল্পনা করেছিলেন এবং বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন তা জানতে আমরা তার রিমান্ড চাইব।”
মান্নানের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, “আমরা তার শারীরিক অবস্থার কথা আদালতকে জানিয়েছি এবং আদালত তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন।”
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জে এম এ মান্নানের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তি।
মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়।