শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
 
সাইটেক
ব্রাজিলে বন্ধ এক্স





পালাবদল ডেস্ক
Sunday, 1 September, 2024
12:06 PM
 @palabadalnet

ব্রাজিলে অবিলম্বে সমাজমাধ্যম এক্স-কে সাসপেন্ড করার নির্দেশ দিল সে দেশের সুপ্রিম কোর্ট।

চলতি বছরের গোড়ার দিকে, বেশ কিছু অ্যাকাউন্ট ব্লক করার জন্য এক্স-কে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজ়ান্দ্রে ডি মোরিস। বলা হয়েছিল, অ্যাকাউন্টগুলি ‘ডিজিটাল সন্ত্রাস’ চালাচ্ছে, ভুয়া তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে। কিন্তু এক্স-মালিক ইলন মাস্ক সে সময়ে জানিয়ে দেন, তিনি আদালতের নির্দেশ মানতে বাধ্য নন। পরিবর্তে তিনি ব্রাজিলে এক্স-এর দফতর বন্ধ করে দেন এবং জানান, অফিস না থাকলেও তাদের পরিষেবা অব্যাহত থাকবে এ দেশে। এর পর থেকেই মাস্কের বিরুদ্ধে মামলা চলছে ব্রাজিলের আদালতে। তবে এ জন্য কোনো আইনি প্রতিনিধিও রাখেননি মাস্ক। আদালত সময়সীমা বেঁধে দিলেও তা উপেক্ষা করেছেন।

এরপরই গতকাল আদালত অবমাননার অভিযোগে এক্স-কে ব্রাজিলে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মোরিস। সেই সঙ্গে মাস্কের যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্রাজিলে, সেগুলিকেও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। জানানো হয়েছে, ১ কোটি ৮৫ লক্ষ রিয়াস (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা) জরিমানা না দেওয়া হলে, আইনি প্রতিনিধি নিযুক্ত না করা হলে, এক্স-এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ-ও বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে কোনও ব্যক্তি বা কোনও সংস্থা যদি ভিপিএনে এক্স ব্যবহার করে, তাকে ৫০ হাজার রিয়াস পর্যন্ত জরিমানা করা হতে পারে।- সংবাদসংস্থা

পালাবদল /এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]