ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
তিনি জানান, তেজগাঁওয়ে তেজকুনীপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরনী ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মাঝ ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় ক্রেন থেকে সেটি নিচে পড়ে যায়। এ ঘটনায় কন্টেইনারের নিচে চাপা পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হন। নিহত শামীমের বাড়ি নরসিংদীর রায়পুরার সাদাঘর কান্দিতে।
এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।