সিঙ্গাপুরে এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের দায়ে দেশটির সাবেক এক অভিনেতা-পরিচালক দোষী সাব্যস্ত হয়েছেন। স্ট্রেইটস টাইমস জানায়, ২০১৮ সালের ওই ঘটনার মামলার শুনানিতে শুক্রবার আদালতে দোষী সাব্যস্ত হন নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং। ২০১৮ সালের ১১ ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে জাহিদুল নামে ওই বাংলাদেশি কর্মীকে পেটে ও মাথায় আঘাত করেছিলেন নগ। এতে জাহিদুল প্রাণে বাঁচলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। শুনানিতে জাহিদুল বলেন, নগের তত্ত্বাবধানে পরিচালিত সিঙ্গাপুর ইসলামিক হাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ...