ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা ব্রাজিলে। নিহত চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট। একটি প্রাইভেট জেটে করে টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলেন ওই ফুটবলাররা। রানওয়েতেই ভেঙে পড়ে প্লেনটি। পাইলট সহ বিমানের সকলেই মারা গিয়েছেন। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের একটি ক্লাবের ফুটবল টিমের সকলেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল। পালমাস ফুটবল ক্লাব ব্রাজিলে চতুর্থ টিয়ারের দল। রোববার পালমাস শহর থেকে ওই ক্লাবের চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট একটি প্রাইভেট জেটে ৮০০ কিলোমিটার দূরে ভিলা নোভায় যাচ্ছিলেন। ...