![]() ছবি: সংগৃহীত। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর কন্নড় জেলায় আঙ্কোলায় দুর্ঘটনায় পড়ে শ্রীপাদর টয়োটা গাড়ি। দুর্ঘটনায় সময় গাড়িতে তার স্ত্রী, ব্যক্তিগত সচিব দীপক-সহ পরিবারের চার সদস্য ছিলেন। সোমবার সকালে ইল্লেপুরে পূজা দেয়ার জন্য রওনা দিয়েছিলেন তারা। পূজা সেরে ফেরার পর সন্ধ্যায় গোকর্নের দিকে যাত্রা শুরু করেন। ৭টা নাগাদ ৬৩ নম্বর জাতীয় সড়ক থেকে একটি রাস্তায় তাদের গাড়ি ঘোরানো হয়। মূলত, দ্রুত গোকর্ন যেতে ওই শর্টকাট রাস্তা ধরেন গাড়ির চালক। তবে এবড়োখেবড়ো রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টয়োটা গাড়িটি। শ্রীপাদ এবং তার স্ত্রী বিজয়া ছাড়াও আরও দু’জনের মাথায় গুরুতর আঘাত লাগে। ![]() দুর্ঘটনায় পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে শ্রীপাদ নাইকের গাড়ি। ছবি: টুইটার থেকে সংগৃহীত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬৮ বছরের শ্রীপাদের অবস্থা সঙ্কটজনক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীপাদের যথাযথ চিকিৎসায় ইতিমধ্যেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের সঙ্গে কথা বলেছেন তিনি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে মন্ত্রীর গাড়িটি। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে মন্ত্রীর গাড়িটির সঙ্গে অন্য কোনো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়নি। বরং টয়োটা গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোয় তা উল্টে গিয়েছে।’’ কেন্দ্রীয় আয়ূষ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর গোয়ার সাংসদ শ্রীপাদর স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক বিরোধী নেতা। - সংবাদসংস্থা পালাবদল/এমএ |