
রেলওয়ের জমি দখল করে তোলা হয়েছে দোকান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম: নগরের ব্যস্ততম ষোলশহর রেলওয়ে জংশনে প্রকাশ্যে স্থায়ী দোকানঘর নির্মাণ শুরু করেছেন দখলদাররা। গত দুই দিন ধরে সেখানে দোকান তৈরির কাজ চললেও রেলওয়ে কর্তৃপক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, ষোলশহর স্টেশনের এবাদতখানা সংলগ্ন স্থানে একটি কাঁচা দোকানের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। স্টেশনে রেলওয়ের বরাদ্দ দেওয়া বৈধ দোকানগুলোর পাশে এই দোকানটি তোলা হয়েছে। দখলদারদের ভয়ে বৈধ দোকানিরা কেউ মুখ খুলতে রাজি নন।
এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্টেশন মাস্টার, রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি), আর রেলওয়ে পুলিশ-সবাই জানে দোকানটা হচ্ছে। কিন্তু কে জানি কার প্রভাবে কেউ কিছু বলছে না।”
ষোলশহর রেলওয়ে জংশন দিয়ে অন্তত ১২ জোড়া ট্রেন প্রতিদিন চলাচল করে। ঢাকা-কক্সবাজার ট্রেনগুলো এই জংশন দিয়ে চলাচল করে প্রতিদিন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাটগামী লোকাল ট্রেন এই স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করে।
এ বিষয়ে জানতে চাইলে ষোলশহর স্টেশনের মাস্টার মোহাম্মদ আরিফ বলেন, “আমরা আরএনবি ও রেলওয়ে পুলিশকে পাঠিয়েছিলাম কাজ বন্ধ করতে। কিন্তু তারা গিয়ে ফিরে এসেছে। বলেছে, দোকানটি একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তৈরি করা হচ্ছে। তবে আমরা দলটির পরিচয় নিশ্চিত হতে পারিনি।”
আরএনবি ষোলশহর চৌকির ইনচার্জ মোহাম্মদ শোয়াইব বলেন, “স্থাপনা নির্মাণ বন্ধে আমরা গিয়েছিলাম। কিন্তু সেখানে অনেক লোক থাকায় ফিরে আসতে হয়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
স্টেশন মাস্টার আরিফ বলেন, '“আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। শিগগিরই এই দোকানসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
পালাবদল/এসএ