মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চবিতে হামলায় উসকানি, সাথী উদয় কুসুম বড়ুয়াকে বিএনপি থেকে বহিষ্কার





চট্টগ্রাম ব্যুরো
Sunday, 31 August, 2025
8:56 PM
 @palabadalnet

সাথী উদয় কুসুম বড়ুয়া। ছবি: সংগৃহীত

সাথী উদয় কুসুম বড়ুয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় স্থানীয়দের উসকানি দেওয়ার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বিএনপির এই নেতা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com