চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে পণ্যবাহী একটি কনটেইনারে হঠাৎ আগুন লাগে। ছবি: বন্দরের সৌজন্যে
চট্টগ্রাম: বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে পণ্যবাহী একটি কনটেইনারে হঠাৎ আগুন লাগে। আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই আগুন নেভানো হয়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আনা হয়। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, কনটেইনারটি থেকে ধোঁয়া বের হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাস্টমস সূত্র জানা গেছে, প্রায় ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মুঠোফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম রয়েছে। এতে মুঠোফোনের ব্যাটারিও ছিল। কনটেইনারটি খালাসের জন্য এখনো বিল অব এন্ট্রি জমা হয়নি।
জানতে চাইলে কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির বলেন, ধোঁয়া দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেইনারটির বেশির ভাগ পণ্য বের করে নেওয়া সম্ভব হয়েছে। শুধু কিছুসংখ্যক কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে।