শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
 
বিনোদন
অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ





পালাবদল ডেস্ক
Tuesday, 1 October, 2024
2:36 PM
 @palabadalnet

অভিনেতা গোবিন্দ। ফাইল ছবি

অভিনেতা গোবিন্দ। ফাইল ছবি

মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দ। জানা গিয়েছে, নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, “গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওনার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালেই রয়েছেন।”

সংবাদসংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। 

তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউ-তে ভর্তি করাতে হয়। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে তার। একটু স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে একটি অডিয়োবার্তা দেন পর্দার ‘হিরো নম্বর ওয়ান’। অডিওবার্তায় গোবিন্দ বলেন, “হ্যাঁ আমার গুলি লেগেছিল। সেই গুলি বার করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদের যে গুলিটা লেগেছিল বেরিয়ে গিয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।” যদিও এখন ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে তাকে। গোটা পরিবার রয়েছে তার সঙ্গে। মামাশ্বশুরের এমন অঘটন খবর পেয়ে ছুটে যান ভাগ্নে-বৌ কাশ্মিরা শাহ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]