গাজীপুর: দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।
আজ রোববার সকাল ৯টায় মোনাজাত শুরু হয়ে তা ৯টা ২৩ মিনিটে শেষ হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।
এর আগে বাদ ফজর হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। কিছু সময় নসিহতমূলক কথা বলছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
আরও চার মুসল্লির মৃত্যু
টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুসল্লিরা হলেন-রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলম, নরসিংদীর শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল-মাহমুদ।