![]()
এর আগে সোমবার (৭ অক্টোবর ) সরকারদলীয় হুইপ হয়েও আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী বৈঠক ও নির্দেশনা দিচ্ছেন এবং তার মেয়ে সরকারি কর্মকর্তা হয়েও নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করছেন এমন অভিযোগে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন তিনি। অভিযোগের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হুইপ শেরপুর এলাকা ত্যাগ না করায় তিনি তার সমর্থকদের নিয়ে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অনশন ধর্মঘট পালন করেন। এসময় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বলেন, হুইপ আতিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বুধবার শেরপুর এলাকা ত্যাগ করবেন বলে তাকে (নির্বাচন কর্মকর্তাকে) জানিয়েছেন । পালাবদল/এসএম
|