![]()
সংস্থার এক ঊর্ধ্বতন উপদেষ্টা অ্যার মাশো রয়টার্সকে বলেন, ‘আরেকটি গণহত্যায় ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি।’ তবে কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। একই অঞ্চলে গত মাসে এক হামলায় ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা জানান, অঞ্চলটিতে বেশ কয়েকটি নৃগোষ্ঠীর বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে পার্শ্ববর্তী আমহারা অঞ্চলের লোকেরা এ এলাকায় চলে আসতে শুরু করেছে এবং সেখানকার উর্বর জমি দখল করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ওয়ার্ক আহমেদ (৬০) রয়টার্সকে ফোনে জানান, মঙ্গলবারের হামলায় শতাধিক সশস্ত্র লোক জড়িত ছিল। তাদের অনেকেই ইউনিফর্ম পরিহিত ছিল। তবে তিনি তাদের কাউকে শনাক্ত করতে পারেননি। ‘তারা আমার ও আমার ভাইয়ের ঘর পুড়িয়ে দিয়েছে। এতে আমাদের পালিত ২০০টি গরু এবং ১১টি ছাগল মারা গেছে’, বলেন তিনি। পালাবদল/এমএ
|