নাটোর: নাটোরে শ্রমিক বিক্ষোভের মধ্যে প্রাণ অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার একডালা এলাকায় কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা।
পরে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়। পরে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনার জন্য সময় নেয় কারখানা কর্তৃপক্ষ এবং ১ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা প্রাণ কারখানার ভেতরে অবস্থান নেন।
নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে নাটোর প্রাণ অ্যাগ্রো লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) শামীম আহমেদ বলেন, “শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার জিএম (ফ্যাক্টরি) হযরত আলীকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কারখানা আগামী ১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকরা সবেতন ছুটিতে থাকবে।”
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান বলেন, “শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে বৃহস্পতিবার কারখানায় যাই। শ্রমিক ও কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বেতন বৃদ্ধি নিয়ে আগামী সপ্তাহে কোম্পানির এমডি ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব।”
শ্রমিক বিক্ষোভ আপাতত বন্ধ আছে এবং ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান তিনি।