বগুড়া: শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের দু’জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুঘা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের একজন জামাল হোসেনের (৪০) বাড়ি বগুড়া সদর উপজেলায়। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত অবস্থায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...