
ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকা: ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে 'জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, “আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট ভাগ-বাটোয়ারার যে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। দুটি রাজনৈতিক দল কোনো দিকেই কর্ণপাত করল না। একটি রাজনৈতিক দলের নেতা, শহীদদের যারা স্বজন রয়েছেন, আহত যারা রয়েছেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগ ট্যাগ দিলেন। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। পরে যখন গায়ের কুর্তা খুলে যাওয়া শুরু করছিল, মিডিয়ার মাধ্যমে বললেন যে আমি দুঃখ প্রকাশ করছি, আমার এ বক্তব্য ভুল ছিল-একটু চাপে পড়লো।”
“বিএনপি নমিনেশন দিয়ে প্রার্থীদের বললো তোমরা মাঠে শোডাউন দাও, কয়েকজন মারাও গেছে এবং জামায়াত যখন মাঠে নামলো, সেখানে বিএনপি বললো যে, একাত্তরের পরাজিত শক্তি আবার মাঠে চলে আসছে। আপনারা একইসঙ্গে ঐকমত্য কমিশনে ছিলেন, একইসঙ্গে মিটিং করলেন, একইসঙ্গে সব কিছু করলেন, এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো, ভোটের প্রশ্ন আসলো, তখন একদল অন্যদলকে-যেটা আওয়ামী লীগের সময় ছিল, বিষোদগার করা, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন,” যোগ করেন তিনি।
এই এনসিপি নেতা আরও বলেন, “ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পেছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুটি দলকেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
পালাবদল/এসএ