বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
 
স্পোর্টস
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ‘ছয় মিনিটেই’ শেষ





ক্রীড়া প্রতিবেদক
Monday, 10 November, 2025
6:46 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার। দুই দলের আসলে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে বাংলাদেশ-ভারত ম্যাচ বলেই উন্মাদনার কমতি নেই। সেটা টের পাওয়া গেল টিকিট ছাড়ার খানিকক্ষণের মধ্যেই।

আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়, আর মাত্র ছয় মিনিটের মধ্যেই সব সাধারণ গ্যালারির টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গওস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সব সাধারণ গ্যালারির টিকিট ছয় মিনিটের মধ্যেই বুক হয়ে গেছে। ক্রেতারা এখন পেমেন্ট সম্পন্ন করছেন, যার অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই শেষ। সাধারণ গ্যালারির কোনো টিকিট অবিক্রীত নেই। এখন শুধু রেড বক্স ও হসপিটালিটি বক্সের টিকিটই পাওয়া যাচ্ছে।”

সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচগুলোয় সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। কিন্তু ভারত ম্যাচকে ঘিরে বিপুল আগ্রহের কারণে বাফুফে টিকিটের দাম বাড়িয়ে ৫০০ টাকা করেছে। তবুও দর্শকদের মধ্যে কোনো অনীহা দেখা যায়নি-টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছুটে গিয়ে কিনে ফেলেছেন।

যদিও ভারত ম্যাচের টিকিট রেকর্ড সময়ে বিক্রি হয়ে গেছে, ১৩ নভেম্বরের নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট, যা এক সপ্তাহ আগে বিক্রিতে উঠেছিল, এখনো পুরোপুরি বিক্রি হয়নি।

গওস আশাবাদী, আজকের টিকিট বিক্রির এই উন্মাদনার পর নেপাল ম্যাচের টিকিট বিক্রিও গতি পাবে, “ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও (চৌধুরী) আজ ঢাকায় আসছে। এখন দর্শকরা নিশ্চয়ই নেপাল ম্যাচের টিকিট সংগ্রহে নামবেন।”

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com