সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
 
রাজনীতি
গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল





ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 9 November, 2025
9:22 PM
 @palabadalnet

ঠাকুরগাঁও: ওপরতলার কিছু শিক্ষিত লোক আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।    
আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কয়েকটা দল বলছে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা বলছি, নির্বাচনের দিনেই গণভোট হতে হবে।  

এ সময় উপস্থিত লোকজনকে প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝে শিক্ষিত কিছু ওপরতলার লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের ওপর চাপাচ্ছে। আমরাও মেনে নিয়েছি। তারা যতগুলো সংস্কার করতে চান, তাতে আমরা রাজি আছি। যেটাতে রাজি হবো, সেটা বাস্তবায়িত হবে। যেটাতে রাজি হবো না, সেটা পার্লামেন্টে যাবে। সেখানে তর্ক-বিতর্ক হবে, এরপর তা পাস হবে।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি। সেসময় যে সরকার ছিলো, তারা আমাদের নির্বাচন করতে দেয়নি। ২০১৪ সালের নির্বাচন বয়কট করেছিলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনে আগের রাতে ভোট নিয়ে চলে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।   

তিনি আরও বলেন, আজ দেশে যত সংকট, তা তৈরি করা, এগুলো নাটক। সাধারণ মানুষ সব দেখছেন। তারা এত কিছু বোঝেন না, তারা ভোট দিতে চান।

“ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি নিজের দলের নেতাকর্মী ও সমর্থকদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। এতে বোঝা যায় কর্মী ও জনগণের ওপর শেখ হাসিনার কোনো দরদ নেই। আমাদের এই মাটিতেই জন্ম, মারা গেলে এখানেই মারা যাবো। কিন্তু দেশের মাটি ছেড়ে কখনো যাবো না“, যোগ করেন তিনি। 

বিএনপির মহাসচিব আরও বলেন, বাজারে ধানের দাম নাই। আলুতেও কিছু ধরা খেয়েছেন কৃষক। তার মানে, কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পান, সেই ব্যবস্থা করা হবে। 

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার ভোট করে আসেনি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি। সরকার দেশ চালাবে। দুঃখের বিষয় হচ্ছে এই সরকারের পেছনে তো কোনো লোক নেই, এ কারণে মানুষের কষ্ট তারা বোঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায় এই সরকার বোঝে না।   

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com