মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
 
রাজনীতি
ঢাকা বিভাগে বিএনপির প্রার্থী যারা





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 4 November, 2025
10:55 AM
 @palabadalnet

মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিক এই ঘোষণায় ঢাকা বিভাগ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খানসহ দলের শীর্ষস্থানীয় অনেক নেতা মনোনয়ন পেয়েছেন।  

সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক; ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী; ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন; ঢাকা-৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস; ঢাকা-৯ ও ১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম; ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব; ঢাকা-১৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি; ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান; ঢাকা-১৬ আসনে আমিনুল হক; ঢাকা-১৭ও ১৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন মনোনয়ন পেয়েছেন; ঢাকা–২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়ন।

টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন; টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু; টাঙ্গাইল-৩ আসনে এসএম ওবায়দুল হক নাসির; টাঙ্গাইল-৪  আসনে মো. লুৎফর রহমান মতিন; টাঙ্গাইল-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; টাঙ্গাইল-৬ আসনে মো. রবিউল আউয়াল লাবলু; টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী; টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান মনোনয়ন পেয়েছেন।

মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খাঁন; মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা মনোনয়ন পেয়েছেন।

মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আবদুল্লাহ এবং মুন্সীগঞ্জ-২ আসনে মিজানুর রহমান সিনহা মনোনয়ন পেয়েছেন; মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

গাজীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি; গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু; গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন মনোনয়ন পেয়েছেন; গাজীপুর–৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক; কিশোরগঞ্জ-৪ আসনে মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম মনোনয়ন পেয়েছেন।

নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন; নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান;নরসিংদী-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন; নরসিংদী-৫ আসনে ইঞ্জি. মো. আশরাফ উদ্দিন বকুল মনোনয়ন পেয়েছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু; নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ; নারায়ণগঞ্জ-৩ আসনে মো. আজহারুল ইসলাম মান্নান; নারায়ণগঞ্জ–৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান মনোনয়ন পেয়েছেন।

রাজবাড়ী-১ আসনে আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম মনোনয়ন পেয়েছেন; রাজবাড়ী-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

ফরিদপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম; ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ; ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম বাবুল মনোনয়ন পেয়েছেন।

গোপালগঞ্জ-১ আসনে মো. সেলিমুজ্জামান মোল্ল্যা; গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী; গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন। 

মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা; মাদারীপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; মাদারীপুর-৩  আসনে আনিসুর রহমান মনোনয়ন পেয়েছেন। 

শরীয়তপুর-১ আসনে সাইদ আহমেদ আসলাম; শরীয়তপুর-২ আসনে মো. শফিকুর রহমান কিরণ; শরীয়তপুর-৩ আসনে মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু মনোনয়ন পেয়েছেন।  

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com