মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
ময়মনসিংহ বিভাগে ধানের শীষ পেলেন যারা





ময়মনসিংহ ব্যুরো
Tuesday, 4 November, 2025
11:03 AM
Update: 04.11.2025
11:06:19 AM
 @palabadalnet

লুৎফুজ্জামান বাবর ও সৈয়দ এমরান সালেহ। ছবি: সংগৃহীত

লুৎফুজ্জামান বাবর ও সৈয়দ এমরান সালেহ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিক এই ঘোষণায় ময়মনসিংহ বিভাগের জেলাগুলো থেকে লুৎফুজ্জামান বাবর ও সৈয়দ এমরান সালেহসহ দলের শীর্ষস্থানীয় অনেক নেতা মনোনয়ন পেয়েছেন। 

সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ; ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩ আসনে এম ইকবাল হোসেইন; ময়মনসিংহ-৪ আসন স্থগিত করা হয়েছে, ময়মনসিংহ-৫ আসনে মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম; ময়মনসিংহ-৭ আসনে ডা. মো. মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খাঁন চৌধুরী; ময়মনসিংহ-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; ময়মনসিংহ-১১ আসনে ফকর উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন।

জামালপুর–১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ আসনে এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ আসনে মো. মুস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪ আসনে মো. ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫ আসনে শাহ মো. ওয়ারেস আলী মামুন মনোনয়ন পেয়েছেন।

শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন; শেরপুর-২ আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরী; শেরপুর-৩  আসনে মো. মাহমুদুল হক রুবেল মনোনয়ন পেয়েছেন।

নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোণা-২ আসনে মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোণা-৪ আসনে মো. লুৎফুজ্জামান বাবর; নেত্রকোণা-৫ আসনে মো. আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com