
খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ। ছবি: সংগৃহীত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। 
প্রাথমিক এই ঘোষণায় রংপুর বিভাগের জেলাগুলো থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়ন পেয়েছেন। 
এর মধ্যে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা—বোদা পৌর এলাকা বাদে) আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ (বোদা উপজেলার সব ইউনিয়ন, পৌর এলাকা ও দেবীগঞ্জ উপজেলা) ফরহাদ হোসেন আজাদ আসনে মনোনয়ন পেয়েছেন।
ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর উপজেলা) আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা—ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন বাদে) আসনে মো. জাহিদুর রহমান জাহিদ মনোনয়ন পেয়েছেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ ও বিরল উপজেলা) আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা) আসনে মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ (দিনাজপুর সদর উপজেলা) আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর উপজেলা) আসনে মো. আক্তারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পেয়েছেন।
নীলফামারী-২ (নীলফামারী সদর উপজেলা) আসনে এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা) আসনে মো. আব্দুল গফুর সরকার মনোনয়ন পেয়েছেন।
লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা) আসনে মো. হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা) আসনে আসাদুল হাবিব দুলু মনোনয়ন পেয়েছেন। 
রংপুর-১ (গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে মো. মোকাররম হোসেন সুজন, রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা) আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (রংপুর সদর উপজেলা এবং সিটি করপোরেশনের বাকি এলাকা এবং রংপুর সেনানিবাস এলাকা) আসনে মো. সামসুজ্জামান সামু, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া উপজেলা) আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর উপজেলা) আসনে মো. গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা) আসনে মো. সাইফুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
কুড়িগ্রাম-১ (ভুরাঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা) আসনে সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে মো. সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা) আসনে তাজভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা) আসনে মো. আজিজুর রহমান মনোনয়ন পেয়েছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা) আসনে মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসনে মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাটা উপজেলা) আসনে মো. ফারুক আলম সরকার মনোনয়ন পেয়েছেন।
তবে, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২ আসনে কোনো প্রার্থীকে এখনো মনোনয়ন দেয়নি বিএনপি।
পালাবদল/এসএ