সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সোমবার ৩ নভেম্বর ২০২৫
 
রাজনীতি
নির্বাচনী প্রতীক হিসাবে শাপলা কলি নিতে রাজি এনসিপি





নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
7:11 PM
 @palabadalnet

ইসির সাথে বৈঠক শেষে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবির: সংগৃহীত

ইসির সাথে বৈঠক শেষে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবির: সংগৃহীত

ঢাকা: শেষ পর্যন্ত নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

রোববার দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে দলীয় প্রতীক হিসেবে দলের তিনটি পছন্দের কথা আবারো ইসিকে জানায়। সেখানে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলিও রয়েছে।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, “ইসি তাদের তালিকা সংশোধন করে অন্য কিছু প্রতীকের সাথে শাপলা কলিও যুক্ত করেছে। কিন্তু এখানে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি।”

তিনি বলেন, “আমাদের চাহিত প্রতীকের মধ্যে অন্য কোনো দল যদি এটার জন্য (শাপলা কলির) জন্য আবেদন করে, তখন শাপলা প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। সে জন্য এটা আমরা আবেদনের মধ্যে দিয়ে রেখেছি।”

বৈঠকে শাপলা কিংবা কলি যাই দিক দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসির কাছে আহ্বান জানিয়েছে দলটি।

পাটওয়ারী বলেন, “নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। আমরা অংশ নিতে চাই। শাপলা কলি নিয়েও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা চেয়েছিলাম শাপলা, ইসি একধাপ এগিয়ে কলি যুক্ত করেছে। এটাকে আমরা পজেটিভভাবে দেখছি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা জানান, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তিনশো আসনেই প্রার্থী দেবে দলটি।

পাটওয়ারী বলছিলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com