
সংগৃহীত ছবি
ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ই নভেম্বর। এই ভোটার তালিকায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি জানিয়েছে, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। গত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ নারী এবং ১ হাজার ২৩০ জন তৃতীয় লিঙ্গ।
জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে রাজনৈতিক দলগুলোর, সম্প্রতি আরপিওতে এই ধরনের সংশোধনে নাখোশ বিএনপি। এমন অবস্থায় নির্বাচন কমিশন কি আরপিও সংশোধন করবে?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছে, আরপিওতে আবার সংশোধন আনা হবে কী-না সেটি নির্ভর করছে আইন মন্ত্রণালয় ও সরকারের ওপর।
ইসি সচিব জানান, এই সপ্তাহের মধ্যে এনসিপিসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করবে ইসি। এর পরেই রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কেন্দ্রীক সংলাপে বসবে ইসি।
পালাবদল/এসএ