সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সোমবার ৩ নভেম্বর ২০২৫
 
জাতীয়
জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু





নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
7:44 PM
 @palabadalnet

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছে সরকার। আজ রোববার 'দেশের চাবি আপনার হাতে' শিরোনামে এই ক্যাম্পেইন শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক বাংলাদেশের ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে’ অংশ নিতে সবাইকে আহ্বান জানাচ্ছেন।

তিনি আহ্বান জানান, 'এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশে দখল বুঝে নিতে হবে।'

নিজের ভোট নিজে দেওয়ার মাধ্যমে কেমন বাংলাদেশ দেখতে চান তা নির্ধারণেরও আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিন বাহিনীর প্রধান বৈঠকে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য, আড়াই হাজারের নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করছে।

গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

গণভোট সংসদ নির্বাচনের আগে হবে, না পরে হবে-বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

তবে, একইদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com