
ছবি: বাফুফে
নির্ধারিত ফ্লাইট মিস করায় সোমবার দুপুরের বদলে সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। এরপর সরাসরি টিম হোটেলে উঠে সেখান থেকে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার আশা প্রকাশ করেছেন ভারতের বিপক্ষে জয় পাওয়ার।
ইংল্যান্ড থেকে ঢাকায় অবতরণের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন লেস্টার সিটির খেলোয়াড় হামজা। সেখানেই অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী ১৩ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ১৮ নভেম্বর হাভিয়ের কাবরেরার শিষ্যদের প্রতিপক্ষ ভারত। এই দুটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে ফিরেছেন হামজা।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। আবার তাদের মোকাবিলা করতে যাওয়ার আগে তিনি রোমাঞ্চিত, “দারুণ অভ্যর্থনা পেলাম। আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। ভারতের সাথে ম্যাচ হবে, এর আগে নেপালের সাথে একটা ওয়ার্ম-আপ (প্রীতি ম্যাচ) ম্যাচ হবে। সবাইকে ইতিবাচক থাকতে হবে।”
তিনি যোগ করেছেন, “সবশেষ ম্যাচে আমরা জিততে পারিনি। কিন্তু উন্নতি দেখিয়েছি। ইনশাল্লাহ, ভারতের সঙ্গে আমরা জিতব। দেশের জন্য এটা বড় ম্যাচ। আমরা সবাই রোমাঞ্চিত।”
চার ম্যাচে দুই ড্র ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত। দুই দলেরই বাছাই পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হয়ে গেছে।
পালাবদল/এসএ