সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
 
রাজধানী
মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’র সামনে ২ ককটেল বিস্ফোরণ





নিজস্ব প্রতিবেদক
Monday, 10 November, 2025
2:21 PM
Update: 10.11.2025
2:27:15 PM
 @palabadalnet

আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের পর মোহাম্মদপুরে প্রবর্তনার সামনে পুলিশ। ছবি: সংগৃহীত

আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের পর মোহাম্মদপুরে প্রবর্তনার সামনে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি রফিক।

প্রবর্তনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আনিকা মাহফুজ বলেন, দুটি ককটেল বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এই ঘটনায় কেউ আহত হননি।

পালাবদল/এমএম

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com