সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭ আশ্বিন ১৪৩২
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
 
রাজধানী
ঢাকার সাতরাস্তা এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 17 September, 2025
1:42 PM
 @palabadalnet

বেশ কয়েকটি দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন।

আজ বুধবার তাদের এই অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন, তারপর সাতরাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান। সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যানবহন থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো:

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

পালঅবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com