বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
 
রাজনীতি
মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল





ঠাকুরগাঁও প্রতিনিধি
Monday, 10 November, 2025
6:46 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য দেশে একটা চেষ্টা চলছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “৭১-এ কিছু হয়নি। আমরা কিছু করিনি। দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখিনি। ২৪-এ যারা আছেন, তারাই সব করেছেন-এ রকম একটা ধারণা দেওয়া হচ্ছে।”

উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, “৭১ না হলে কি বাংলাদেশ হতো? তোমাদের জন্ম হয়েছে এই দেশে। এ কথাটা কখনো ভুলবে না।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমি কথাটা প্রায়ই বলি, উই ক্যাননট ফরগেট সেভেন্টি ওয়ান (আমরা একাত্তরকে ভুলতে পারি না)। ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, শ্লীলতাহানি করে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, “এ কথাগুলো তো আমরা ভুলতে পারি না। নয়টা মাস আমরা যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর রাখিনি কে কোথায় গেল। সেই দিন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি ভুলিয়ে দেওয়া যাবে? আমার জন্মকে কি আমি ভুলতে পারি? এটা মনে রাখতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “আজ সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিযোদ্ধাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল পাক বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এ দেশের মানুষ আপস করতে পারে?“

মুক্তিযোদ্ধাদের আবারও ‘গর্জে ওঠার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের তো গর্জে উঠতে হবে। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এ কাজগুলো করতে চাইছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে।”

দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেবেন না। এই হিন্দু এবং মুসলমান-ভাগ হতে দেবেন না। আমরা হিন্দু-মুসলমান এখানে ভাই ভাই, একসঙ্গে আছি। সারাজীবন ধরে আছি, যুদ্ধ করেছি একসঙ্গে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে।”

নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্র’ চলছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, “একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ, এ দেশের সর্বনাশ হওয়া। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করবেন।”

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী সরকার, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলে

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com