হংকং: ‘আমার মতো সামাজিক যোগাযোগে সক্ষম রোবটরা অসুস্থ ও প্রবীণদের সেবা দিতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যেও আমি যোগাযোগে সহযোগিতা করতে পারি, রোগীকে ওষুধ দিতে পারি।’ কথাগুলো রোবট সোফিয়ার। হংকংয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকসের গবেষণাগারে সে এসব কথা বলেছে। এর মাধ্যমে রোবটটি ইঙ্গিত দিয়েছে, শিগগির সে কাজে নেমে পড়বে, সেবা দেবে মানুষকে। রোবট সোফিয়ার কথা হয়তো অনেকেরই মনে আছে। কথা বলে, নানা অভিব্যক্তি প্রকাশ করে এই রোবট বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। বিভিন্ন ...