![]()
সকালে তিনি দলীয় নেতাকমীদের সাথে নিয়ে ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ড ও ২৭ নং গয়ার্ডের বায়তুলআমান বাজার, সাদিপুর ও বিলমামুদপুর এলাকার জনসংযোগ করেন। গণসংযোগকালে তিনি, তার অসুস্থ পিতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফের জন্য দোয়া চান। একই সাথে আগামী ১০ ডিসেম্বরের পৌর নির্বাচনে মেয়র পদে ভোট প্রার্থনা করেন। ![]()
জনসংযোগকালে ভোটারদের উদ্দেশে নায়াব ইউসুফ বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনে অংশ নিয়েছি। তিনি বলেন, জনগণ আমাদের সাথে আছে। একজন যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছেন। অতীতে যারা ক্ষতার অপব্যবহার ও দুর্নীতি করেছে তারা এখন বিতাড়িত। আশা করি এখন যারা আছেন তারা এ থেকে শিক্ষা নিবেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। পালাবদল/এমএম
|