বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
অড নিউজ
মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু





পালাবদল ডেস্ক
Wednesday, 12 March, 2025
1:26 PM
 @palabadalnet

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মাউন্ট প্লিজেন্ট শহরে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে, যেখানে একটি ৪ বছরের শিশু ৯১১ নম্বরে ফোন করে জানায়, ‘আমার মা খারাপ কাজ করেছে এবং তাকে জেলে পাঠানো দরকার’ এবং তারপর ফোনটি কেটে দেয়। 

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

মাউন্ট প্লিজেন্ট পুলিশ ৪ মার্চ এক বাড়িতে গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলে। প্রথমে ছেলেটি পুলিশকে জানায়, তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন এবং তার মতে, মাকে জেলে পাঠানোই একমাত্র সমাধান।  

শিশুটির দাবি, মা তার আইসক্রিম খেয়ে ফেলে অন্যায় করেছেন এবং এজন্য সে ন্যায়বিচার চায়। তবে কিছুক্ষণ পর ছেলেটি তার মনোভাব পরিবর্তন করে বলে, এখন আর তাকে জেলে পাঠাতে চাই না, আমি শুধু আইসক্রিম চাই।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি ছিল হাস্যকর হলেও, এতে শিশুদের ন্যায্যতা, সততার অনুভূতির প্রতিফলন ও আইনের প্রতি অগাধ বিশ্বাস এবং উদারতা প্রদর্শন করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেটির মনোভাব পরিবর্তন হওয়ার পর তাকে শান্ত করে এবং পরদিন বিশেষভাবে আইসক্রিম এনে তাকে উপহার দেয়।

সিএনএন-এর কাছে পাওয়া অডিও রেকর্ডিং অনুসারে, ঘটনাটি যেভাবে ঘটেছে:

: হ্যালো, এটি রেসিন কাউন্টি ৯১১। কি সাহায্য করা যায়?

: আমার মা খারাপ কাজ করেছে।

: ঠিক আছে, কী ঘটছে?

: আমার মাকে ধরে নিয়ে এসো।

: ঠিক আছে, কী ঘটছে?

: মাকে ধরে নিয়ে এসো।

: তুমি কি জানো তোমার - হাই, কী হচ্ছে?

: ওহ, এই ছোট্টটি ফোনটি নিয়ে ফেলেছে, সে ৪ বছর বয়সি (মা)।

: ঠিক আছে।

: আর আমরা তাকে ধরতে চেষ্টা করছি কারণ সে বলেছিল ৯১১-এ ফোন করবে।

: না - আমি পুলিশে ফোন করেছি এবং বলেছি, ‘আমার মাকে নিয়ে আসো... এবং তাকে জেলে পাঠিয়ে দাও।’ তো আমাকে একা থাকতে দাও।

: আমি তার আইসক্রিম খেয়েছি, সম্ভবত এ কারণেই সে ৯১১-এ ফোন করেছে (মা)।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com