আজ মঙ্গলবার যশোরে নির্মাণাধীন এই ভবনের ছয় তলার বারান্দা ভেঙে নিতে পরে যান দুই প্রকৌশলী ও শ্রমিক। ছবি: সংগৃহীত
যশোর: শহরের সার্কিট হাউস-সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান (৩৫) এবং নির্মাণশ্রমিক মো. নুরু (৩০)।
পুলিশ ও স্থানীয় মানুষের বরাতে জানা যায়, একটি ডেভেলপার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে। সাততলা ভবনের ছয়তলায় দাঁড়িয়ে কাজ করছিলেন প্রকৌশলী ও শ্রমিকেরা। এ সময় হঠাৎ বারান্দাটি ভেঙে তারা নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি ছয়তলার বারান্দা ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার কোনো অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ তিন বছর ধরে নির্মাণকাজ চললেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান বলেন, ভবনটির অনুমোদন ছিল কি না বা নির্মাণে কোনো শর্ত ভাঙা হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তবে দুর্ঘটনার আগে কেন এমন তদারক করা হয়নি-এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের জনবল সীমিত। শহরের বহু ভবনে একসঙ্গে কাজ চলছে, সব নজরদারি সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে ডেভেলপার প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচারের বিপণন ব্যবস্থাপক সোলায়মান হোসেন বলেন, “এটা টেকনিক্যাল বিষয়। প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। তবে বারান্দা ভেঙে তিনজন মারা গেছেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”