মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
স্পোর্টস
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে র‍্যাঙ্কিংয়ের তলানি থেকে উঠার সুযোগ বাংলাদেশের





স্পোর্টস ডেস্ক
Tuesday, 1 July, 2025
12:10 PM
 @palabadalnet

চলতি বছর মে মাসে ১৯ বছরের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে তলানিতে নেমে যায় বাংলাদেশ। ওয়ানডেতে পেছাতে পেছাতে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় দশ নম্বরে। এই নাজুক পরিস্থিতি থেকে অন্তত এক ধাপ উত্তরণের সুযোগ এসেছে এবার।

কলম্বোতে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে র‍্যাঙ্কিংয়ে চারে থাকা শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারালেই নয়ে উত্তরণ হবে মেহেদী হাসান মিরাজের দলের।

দশে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে অবস্থান শ্রীলঙ্কার।

বাংলাদেশ যদি সিরিজে কেবল এক ম্যাচ জেতে তাহলে ৭৭ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে নয়ে উঠে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচ জিতলে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নয়েই থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা চার থেকে পাঁচে নেমে যাবে।

শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হোয়াইটওয়াশড করেও সিরিজ জেতে তাতেও নয়েই থাকবে তারা। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৩। আটে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কিছুটা কমবে।

এক সময় ওয়ানডেতে সমীহ জাগানিয়া শক্তি ছিলো বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠেছিলো, সাতে অবস্থান ছিলো নিয়মিত। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটেও বাকি দুই সংস্করণের মতন বাজে সময় কাটছে দলটির। এত বাজে সময় যে ১৯ বছর পর দশে নেমে যেতে হয়েছে। এবার সেই বিব্রতকর পরিস্থিতি থেকে উত্তরণের বড় সুযোগ। শ্রীলঙ্কাকে ওয়ানডেতে ১২ বার হারিয়েছে বাংলাদেশ। কাজেই এই সিরিজে জেতার আশা সমর্থকরা করতেই পারেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com